কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন বাতিল করে নিজে ব্যবস্থাপত্র দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তের দেওয়া ওষুধ সেবনের পর চুন্নু মিয়া (৪৮) নামের এক হৃদরোগীর শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় চুন্নু মিয়া গত ৪ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি গোপাল চন্দ্র সূত্রধর কটিয়াদী পুরাতন বাজারে অবস্থিত ‘গুরুদেব ফার্মেসি’র মালিক।
অভিযোগ অনুযায়ী, গত ২ নভেম্বর বুকে তীব্র চাপ অনুভব করলে চুন্নু মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বহির্বিভাগে চিকিৎসা নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিয়ার নাজিম তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে হৃদরোগ শনাক্ত করে প্রয়োজনীয় ওষুধ লিখে দেন।
পরবর্তীতে ওই প্রেসক্রিপশন নিয়ে তিনি গুরুদেব ফার্মেসিতে গেলে দোকান মালিক প্রেসক্রিপশনের ওষুধ না দিয়ে কলম দিয়ে তা কেটে দেন এবং প্রেসক্রিপশনের উল্টো পৃষ্ঠায় নিজের দোকানে থাকা কয়েকটি ওষুধ লিখে দেন। সেই ওষুধগুলো নিয়মিত সেবনের পরামর্শও দেন তিনি।
চুন্নু মিয়া প্রায় এক মাস ওই ওষুধ সেবন করার পর শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। পরে বিষয়টি ৪ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে জানালে তিনি মূল প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ গ্রহণের নির্দেশ দেন।
ভুক্তভোগী চুন্নু মিয়া জানান, তিনি পড়াশোনা জানেন না। ফলে ওষুধ ব্যবসায়ীর কথার ওপর ভরসা করে প্রায় দুই হাজার টাকার ওষুধ কিনে সেবন করেন। তিনি অভিযুক্ত ওষুধ ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে গোপাল চন্দ্র সূত্রধর বলেন, তিনি বিকম পাস এবং দীর্ঘ ৪০ বছর ধরে ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত। তার দাবি, রোগী তার দেওয়া ওষুধে অনেকটাই সুস্থ ছিলেন। এখন কারও প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তবে চিকিৎসকের প্রেসক্রিপশন পরিবর্তন করা অন্যায় কি না—এ প্রশ্নে তিনি বিষয়টিকে ভুল হিসেবে স্বীকার করেন।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, ঘটনার তদন্তে আবাসিক মেডিকেল অফিসারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন