ডাক্তারের প্রেসক্রিপশন পরিবর্তনের অভিযোগ ওষুধ ব্যবসায়ী বিরুদ্ধে, হৃদরোগী আশঙ্কাজনক - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৩ জানুয়ারী ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাক্তারের প্রেসক্রিপশন পরিবর্তনের অভিযোগ ওষুধ ব্যবসায়ী বিরুদ্ধে, হৃদরোগী আশঙ্কাজনক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন বাতিল করে নিজে ব্যবস্থাপত্র দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তের দেওয়া ওষুধ সেবনের পর চুন্নু মিয়া (৪৮) নামের এক হৃদরোগীর শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় চুন্নু মিয়া গত ৪ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি গোপাল চন্দ্র সূত্রধর কটিয়াদী পুরাতন বাজারে অবস্থিত ‘গুরুদেব ফার্মেসি’র মালিক।

অভিযোগ অনুযায়ী, গত ২ নভেম্বর বুকে তীব্র চাপ অনুভব করলে চুন্নু মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বহির্বিভাগে চিকিৎসা নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিয়ার নাজিম তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে হৃদরোগ শনাক্ত করে প্রয়োজনীয় ওষুধ লিখে দেন।

পরবর্তীতে ওই প্রেসক্রিপশন নিয়ে তিনি গুরুদেব ফার্মেসিতে গেলে দোকান মালিক প্রেসক্রিপশনের ওষুধ না দিয়ে কলম দিয়ে তা কেটে দেন এবং প্রেসক্রিপশনের উল্টো পৃষ্ঠায় নিজের দোকানে থাকা কয়েকটি ওষুধ লিখে দেন। সেই ওষুধগুলো নিয়মিত সেবনের পরামর্শও দেন তিনি।

চুন্নু মিয়া প্রায় এক মাস ওই ওষুধ সেবন করার পর শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। পরে বিষয়টি ৪ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে জানালে তিনি মূল প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ গ্রহণের নির্দেশ দেন।

ভুক্তভোগী চুন্নু মিয়া জানান, তিনি পড়াশোনা জানেন না। ফলে ওষুধ ব্যবসায়ীর কথার ওপর ভরসা করে প্রায় দুই হাজার টাকার ওষুধ কিনে সেবন করেন। তিনি অভিযুক্ত ওষুধ ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে গোপাল চন্দ্র সূত্রধর বলেন, তিনি বিকম পাস এবং দীর্ঘ ৪০ বছর ধরে ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত। তার দাবি, রোগী তার দেওয়া ওষুধে অনেকটাই সুস্থ ছিলেন। এখন কারও প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তবে চিকিৎসকের প্রেসক্রিপশন পরিবর্তন করা অন্যায় কি না—এ প্রশ্নে তিনি বিষয়টিকে ভুল হিসেবে স্বীকার করেন।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, ঘটনার তদন্তে আবাসিক মেডিকেল অফিসারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগাও ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

ভৈরবে ডাকাতির প্রস্তুতি নস্যাৎ, অস্ত্র ও মোবাইলসহ আটক ৫

এক ফোঁটা মদ না খেয়েও মাতাল হওয়ার রহস্য: ব্যাকটেরিয়াই মূল কারণ

হাতের ছোট ক্যানভাসে স্বপ্নের আলোকিত ছোঁয়া: বেকি হলিস

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: দল চায় সেনাপ্রধানের হস্তক্ষেপ

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে মিডার আহ্বান

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে ভিন্নমত: সরকারের দাবি ২ হাজার, প্রবাসী গণমাধ্যমের হিসাব ১২ হাজার

সেনা অভিযানের পর বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, তদন্তে নামছে কর্তৃপক্ষ

প্রবাসী কল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরিয়াহভিত্তিক ঋণ

ডাক্তারের প্রেসক্রিপশন পরিবর্তনের অভিযোগ ওষুধ ব্যবসায়ী বিরুদ্ধে, হৃদরোগী আশঙ্কাজনক

১০

৫ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি, ফিরে পেতে পরিবারের আকুতি

১১

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক ডাক্তার শাহীন রেজা চৌধুরী

১২

কিশোরগঞ্জে ছয়জনের লিফটে আটকা বরসহ ১০ জন, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

১৩

কিশোরগঞ্জে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

১৪

বিয়ের প্রলোভনে মধ্যবয়স্ক নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রেমিক

১৫

তারেক রহমানের আইনী সহায়তা টিমের আহ্বায়কের দায়িত্বে কিশোরগঞ্জের সন্তান মনন

১৬

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদ ৩২ কোটি টাকার, মামলা রয়েছে ৭৩টি

১৭

চুন্নুর মনোনয়নপত্রে নেই দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর

১৮

বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবালসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল

১৯

ওসমান ফারুকের সম্পদ প্রায় ৭ কোটি টাকার, রয়েছে প্রায় ১২ লাখ আমেরিকান ডলার

২০