কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের প্রলোভন দেখিয়ে মধ্যবয়স্ক (৪৫) এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক কবির মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব থানা পুলিশ পৌর এলাকার চণ্ডিবের পুলতাকান্দা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তি পুলতাকান্দা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।
মামলার এজাহার সূত্রে জানাযায়, শহরের কালিপুর গ্রামের মধ্যবয়স্ক ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল কবির মিয়ার। এই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত একাধিকবার তাকে ধর্ষণ করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৬ ডিসেম্বর পৌর শহরের ভৈরব বাজার এলাকার জাহানারা কমপ্লেক্সে ভুক্তভোগী নারীর এক আত্মীয়ের বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত তাকে একাধিকবার ধর্ষণ করেন। ওই সময় অভিযুক্ত তাকে তার আত্মীয়স্বজনকে বিয়ের বিষয়টি জানাতে বলেন। তবে সেদিন রাতে বিয়ে না করেই কবির মিয়া ওই বাসা থেকে পালিয়ে যান।
পরবর্তীতে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারী গতকাল ৬ জানুয়ারি ভৈরব থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরই গ্রেফতার করা হয় কবিরকে।
ভুক্তভোগী নারী জানান, তার স্বামী ও সন্তান নেই। প্রতিদিনের মতো একদিন সকালে হাঁটতে বের হলে কবির মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে অভিযুক্ত প্রেমের প্রস্তাব ও পরে বিয়ের আশ্বাস দিয়ে তাকে সম্পর্ক গড়তে বাধ্য করেন। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের পর এখন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন অভিযুক্ত। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কবির মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন