চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানের সময় আটক বিএনপির এক নেতা মারা গেছেন। নিহত শামসুজ্জামান ডাবলু (৫২) পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার (১২ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, আটক অবস্থায় নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় একটি ফার্মেসি থেকে ডাবলুকে আটক করা হয় এবং সেখানে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারের দাবি করা হয়।
ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানায়, সংশ্লিষ্ট সেনাসদস্যদের প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন