প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে শিগগিরই শরিয়াহভিত্তিক ঋণ সুবিধা চালু হতে যাচ্ছে। এতে করে সুদমুক্ত ঋণ গ্রহণের সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।
এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ড. আসিফ নজরুল বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তার আলোচনা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের মধ্যেই শরিয়াহভিত্তিক ঋণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
তিনি আরও জানান, এই উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা দিয়েছেন ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ প্রবাসীদের আর্থিক সুবিধা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন