মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেছেন, বাংলাদেশের সমুদ্রসীমার সম্পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে হবে।
তিনি জানান, মিডা জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে মৎস্য ও উপকূলীয় খাতের অগ্রাধিকার নির্ধারণ করবে। এর মধ্যে রয়েছে গভীর সমুদ্রে মাছ আহরণ, সামুদ্রিক খামার, সি-ফুড প্রক্রিয়াজাতকরণ, পর্যটন খাত উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তর।
ঢাকায় দুই দিনব্যাপী আঞ্চলিক সংলাপে অংশ নিয়েছেন বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারতের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। সংলাপে ব্লু ইকোনমি নীতি, বন্দর সংযোগ, প্রযুক্তি স্থানান্তর, দুর্যোগ প্রস্তুতি এবং টেকসই মৎস্য ও পর্যটন খাত নিয়ে আলোচনা হয়েছে। সংলাপ থেকে তৈরি আঞ্চলিক অবস্থানপত্রটি ‘ঢাকা স্টেটমেন্ট’ নামে আন্তর্জাতিক ফোরামে উপস্থাপন করা হবে।
মন্তব্য করুন