কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে কমলপুর মধ্যপাড়া এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসআই (নি.) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে। এ সময় আরও ১১–১২ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কমলপুর নিউটাউনের গরীবুল্লাহ (২৮), নূর আমিন (১৯), ভৈরবপুর দক্ষিণপাড়ার জনি মিয়া (২৮), কালিকাপ্রসাদ ইউনিয়নের মুন্না মিয়া (২১) এবং সাদেকপুর ইউনিয়নের আরমান মিয়া নোমান (২২)।
ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ জানান, শীতের মৌসুমে এলাকায় ছিনতাই ও ডাকাতির প্রবণতা কিছুটা বাড়লেও পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযানে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন